বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
Led01আড়াইহাজারআদালত

ছয় বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, একজনের মৃত্যুদণ্ড

লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজারে ছয় বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার মামলায় নাঈম নামে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের আদালতের বিচারক নাজমুল হক শ্যামল এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত মো. নাইমুর রহমান বরগুনার লতাবাড়িয়া এলাকার মো. আব্দুল জাব্বারের ছেলে। তিনি ভুক্তভোগী শিশুর পাশের বাসায় ভাড়া থাকতেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ও নারী ও শিশু দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট রকিব উদ্দিন আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

রকিব উদ্দিন আহমেদ জানান, ২০২১ সালের ২৩ আড়াইহাজার উপজেলার পুরিন্দা গ্রাম এলাকায় রমজান আলীর ছয় বছরের শিশু সন্তানকে নাঈম আইসক্রিম ও চকলেটের প্রলোভন দেখিয়ে নিজের ঘরে নিয়ে যায়। পরে, নিজের ঘরে ধর্ষণ ও হত্যা করে ওই আসামি। এই ঘটনায় মামলা করে শিশুর একজন স্বজন। পরে, নাঈমকে গ্রেপ্তার করে পুলিশ।

আসামি নাঈমকে আদালতে হাজির করলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

এই আইনজীবী বলেন, ‘১০ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামি নাঈমকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

RSS
Follow by Email