চোরাই মিশুকসহ দুজন গ্রেপ্তার, আদালতে প্রেরণ
লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে চুরি হওয়া একটি মিশুক রিকশাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সিদ্ধিরগঞ্জ থানা থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন পটুয়াখালী জেলার রাকিব (২৭) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার মর্জিনা (৩৭)।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২২ আগস্ট সিদ্ধিরগঞ্জের সাথী আক্তারের গ্যারেজ থেকে একটি মিশুক রিকশা এবং চারটি ব্যাটারি চুরি হয়। এই ঘটনায় ৩ সেপ্টেম্বর সাথী আক্তার সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয় এবং চোরাই মিশুকটি উদ্ধার করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) শাহীনুর আলম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে।