চেম্বার সমাজের সব শ্রেণির মানুষের জন্য কাজ করবে: দিপু ভূঁইয়া
লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এবং জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, নারায়ণগঞ্জ চেম্বার শুধু ব্যবসায়ীদের জন্য নয়, সমাজের সব শ্রেণির মানুষের জন্য কাজ করবে। তিনি বিশ্বাস করেন, জনগণ ভালো থাকলে ব্যবসার পরিবেশও ভালো থাকবে।
রোববার (১৭ আগস্ট) বিকেলে ফতুল্লার আলীগঞ্জ খেলার মাঠে আলীগঞ্জ ক্লাবের উদ্যোগে আয়োজিত চতুর্থ নূর মোহাম্মদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দিপু বলেন, “আমরা যানজট নিরসন, উন্নত চিকিৎসাসেবা চালু এবং জলাবদ্ধতা দূর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।”
ফুটবল নিয়ে স্মৃতিচারণ করে তিনি বলেন, একসময় নারায়ণগঞ্জ থেকে অনেক খেলোয়াড় জাতীয় দলে খেলেছেন। তিনি আলীগঞ্জবাসীকে মাঠটি রক্ষা করার জন্য ধন্যবাদ জানান এবং আশা প্রকাশ করেন যে এখান থেকে ভবিষ্যতে আরও খেলোয়াড় তৈরি হবে। তিনি আরও ঘোষণা দেন, “বিএনপি যদি ক্ষমতায় আসে এবং আমি দায়িত্বে থাকি, তবে এখানে ফ্লাডলাইটের ব্যবস্থা করব, যাতে রাতেও শিশুরা খেলাধুলা করতে পারে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি মোর্শেদ সারোয়ার সোহেল, সহ-সভাপতি আবু জাফর, পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী এবং ফতুল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম।