সোমবার, সেপ্টেম্বর ২৯, ২০২৫
Led05আড়াইহাজার

চুরি করতে গেলে হাতে নাতে ধরে মারধর করায় বৃদ্ধকে খুন

লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজারে দুপ্তারা ইউনিয়নে এক বৃদ্ধা হত্যার চাঞ্চল্যকর ঘটনার রহস্য মাত্র তিন দিনের মধ্যে উদঘাটন করেছে পুলিশ। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আইনের সঙ্গে সংঘাতে জড়িত এক কিশোরকে (১৬) গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে, গত ২৬ সেপ্টেম্বর বিকাল ৪টার দিকে আড়াইহাজার দুপ্তারা ইউনিয়নের জাহাঙ্গীর টেক্সটাইল শ্রমিকদের মেস পরিচালনার দায়িত্বে থাকা শারুনী বেগম (৭৫)-এর গলা কাটা লাশ উদ্ধার করা হয়।

সংবাদ পাওয়ার পরপরই নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপারমোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) মহোদয়ের নির্দেশনায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ লাশের সুরতহাল প্রস্তুত করে মর্গে প্রেরণ করে এবং হত্যাকান্ডে ব্যবহৃত রক্তমাখা একটি বটি উদ্ধার করে।

ঘটনার মূল রহস্য উদঘাটন ও আসামিকে শনাক্তের লক্ষ্যে মো. মেহেদী ইসলাম, সহকারী পুলিশ সুপার ‘গ’ সার্কেল, রূপগঞ্জ-এর নেতৃত্বে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ জনাব খন্দকার নাসির উদ্দিন এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ সাইফ-এর সমন্বয়ে একটি বিশেষ তদন্ত দল কাজ শুরু করে।

তদন্ত দল তথ্য প্রযুক্তি এবং ঘটনার আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে মূল আসামিকে শনাক্ত করতে সক্ষম হয়। ঘটনার সহিত জড়িত আইনের সাথে সংঘাতে জড়িত কিশোর (১৬) ময়মসিংহ ঈশ্বরগঞ্জ উপজেলার পানান গ্রামের আবুল কালাম ছেলেকে সকাল ১১টায় দুপ্তারা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত কিশোর এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে। তার স্বীকারোক্তি অনুযায়ী, প্রায় ২০/২৫ দিন আগে সে শারুনী বেগমের মেসে টাকা চুরি করতে গেলে বৃদ্ধা তাকে হাতে নাতে ধরে মারধর করেন। এতে কিশোর মনে মনে ক্ষুব্ধ হয় এবং প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করে।

কিশোর জানায়, ২৬ সেপ্টেম্বর দুপুর আনুমানিক ১২টায় সে মেসের বিল্ডিংয়ের পিছন দিক দিয়ে ছাদে উঠে আত্মগোপন করে থাকে। ওইদিন দুপুর অনুমান সাড়ে ৩টায় বৃদ্ধা শারুনী বেগম ছাদে উঠলে শাওন পিছন থেকে তাকে ঝাপটে ধরে ফ্লোরে ফেলে নাক-মুখ চেপে ধরে। বৃদ্ধা অচেতন হয়ে পড়লে সে রান্না ঘর থেকে বটি এনে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। আইনের সাথে সংঘাতে জড়িত শিশু শাওনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে শারুনী বেগমকে গলা কেটে হত্যার দায় স্বীকার করার পর আজই তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

RSS
Follow by Email