বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
বিনোদন

‘চুপি চুপি’ গানে আত্মপ্রকাশ করলো নারায়ণগঞ্জের ইমরান

লাইভ নারায়ণগঞ্জ: প্রকাশ হলো মো. ইমরানের প্রথম গান ‘চুপি চুপি’। গানটি লিখা ও সুরসহ কম্পোজ করেছেন ড: রাফসানজানি। সম্প্রতি গানটির অডিও ভার্সন ইউটিউব চ্যানেল ‘রাফসানজানি’তে প্রকাশিত হয়েছে।

গানটি নিয়ে ইমরান বলেন, সর্ব প্রথম সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা। কৃতজ্ঞতা জানাই গুরু রাফসানজানী, পিতা-মাতা ও দানতারা মিউজিক একাডেমীর প্রতি। গুরু বলেন, ‘প্রতিটি মানুষই সৃষ্টির শ্রেষ্ঠ, এক একজন আলাদিনের চেরাগ। নিজেকে ঘষতে জানলেই সাধরণ থেকে অসাধারণে পরিণত হয় । আর স্থান করে নেয় উজ্জল তারার স্থলে’। সেই দর্শন থেকেই গানিটির সৃষ্টি। আশা করি সকলের ভালো লাগবে। সকলের দোয়া ও ভালোবাসা কামনা করছি।

গায়ক ইমরান নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২৫ নং ওয়ার্ডস্থ দক্ষিণ লক্ষণখোলা গ্রামের সন্তান। ‍পিতা মোঃ আলী আক্কাস ও মাতা আসমা খানমের ১ম পুত্র সন্তান তিনি। তার নানাবাড়ি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১৯ নং ওয়ার্ডস্থ মদনগঞ্জ। ইমরান নারায়ণগঞ্জ জেলা আদালতে শিক্ষনবিশ আইনজীবীর পাশাপাশি সাংবাদিকতায় নিয়োজিত আছেন।

গানটির লিঙ্ক: https://youtu.be/l4nopQibqeQ

RSS
Follow by Email