চিরনিদ্রায় শায়িত ফটোসাংবাদিক তাপস সাহার মেজ বোন ডলি রানী সাহা
লাইভ নারায়ণগঞ্জ: দৈনিক ইত্তেফাক ও দৈনিক শীতলক্ষা পত্রিকার ফটোসাংবাদিক তাপস সাহার মেজ বোন ডলি রানী সাহা পরলোকগমন করেছেন। শুক্রবার বেলা ১২টা ৩০ মিনিটে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ আখড়াবাড়ি এলাকায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
তিনি স্বামী, দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে গড়ে তোলেন পরিবার। তার স্বামী ও বড় ছেলে সমির সাহা ইতোমধ্যেই পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তিনি রেখে গেছেন ছোট ছেলে রাজীব সাহা এবং মেয়ে শর্মিলা সাহা। সন্তানরা মায়ের বিদেহী আত্মার শান্তির জন্য সকলের কাছে দোয়া ও প্রার্থনা কামনা করেছেন।
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলার সাবেক সভাপতি তাপস সাহা জানান, নয় ভাইবোনের মধ্যে ডলি রানী সাহা ছিলেন দ্বিতীয়। বয়সজনিত কারণে দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি।
শুক্রবার বিকেল ৪টায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।