রবিবার, ডিসেম্বর ২৯, ২০২৪
Led02রাজনীতিসদর

চাষাঢ়ায় বোমা হামলায় নিহতদের স্মরণে খোকন সাহার নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন

লাইভ নারায়ণগঞ্জ: ২০০১ সালের ১৬ই জুন চাষাঢ়ায় অবস্থিত আওয়ামী লীগের অফিসে বোমা হামলায় নিহত ২০ জনের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেছে মহানগর আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহার নেতৃত্বে রোববার (১৬ জুন) সকাল ১০টায় চাষাঢ়া শহীদ মিনারে নির্মিত বোমা হামলায় নিহতদের স্মৃতিফলকে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি এড. হান্নান আহমেদ দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক জিএম আরমান, সাংগঠনিক সম্পাদক এড. মাহমুদা আক্তার মালা, দপ্তর সম্পাদক এড. বিদ্যুৎ কুমার সাহা, মহানগর আওয়ামী লীগের সদস্য শিপন সরকার শিখন, মহানগর তাঁতী লীগের আহ্বায়ক চৌধুরী এইচ এম সাহেদ ফারুকসহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ।

জানা গেছে, ২০০১ সালের ১৬ জুন নগরীর চাষাঢ়া বিজয় স্তম্ভের পাশে আওয়ামীলীগ অফিসে শক্তিশালী বোমা হামলায় ৪ নারীসহ ২০ জন প্রাণ হারান। আহত হন সংসদ সদস্য শামীম ওসমানসহ অর্ধশতাধিক নেতাকর্মী। সেই সাথে অনেকেই চিরতরে পঙ্গুত্ব বরণ করেন। বোমা হামলায় নিহত ব্যক্তিরা হলেন সাইদুল হাসান, আক্তার হোসেন, মোশারফ হোসেন, নজরুল ইসলাম, দেলোয়ার হোসেন ভাষানী, সাইদুর রহমান মোল্লা, নজরুল ইসলাম, স্বপন চন্দ্র দাস, শওকত হোসেন, স্বপন দাস, এনায়েত উল্লাহ, পলি বেগম, হালিমা বেগম, আবদুল আলীম, শুক্কুর আলী, নিধুরাম বিশ্বাস, রাজিয়া বেগম, আবদুস সাত্তার, আবু হানিফ নবী ও অজ্ঞাত নারী। বোমা হামলার ঘটনার পরদিনই শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা বাদী হয়ে বিএনপি নেতাকর্মীদের আসামী করে হত্যা এবং বিস্ফোরক আইনে পৃথক দু’টি মামলা দায়ের করেন।

RSS
Follow by Email