রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
Led02Led03আদালত

চাষাঢ়ায় জেলা প্রশাসনের অভিযান, অবৈধ দোকান উচ্ছেদ

লাইভ নারায়ণগঞ্জ: নগরীতে ভাষা সৈনিক সড়ক দখলমুক্ত করতে উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারসহ ভাষা সৈনিক সড়কে ৩০টিরও বেশি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়।

ফতুল্লা এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুর’র নেতৃত্বে ওই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারের পশ্চিম পাশে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা খাবারের দোকানগুলো উচ্ছেদ করে প্রশাসন। এছাড়াও বালুরমাঠ এলাকায় সড়ক দখল করে গড়ে ওঠা খাবারের দোকান ও চায়ের দোকান উচ্ছেদ করা হয়।

এসময় ফতুল্লার এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুর জানান, চাষাঢ়া শহীদ মিনার এলাকায় সড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। এসময় প্রায় ৩০ টির বেশি অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। অভিযানে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন, সিটি করপোরেশনের কর্মকর্তা ও জেলা পুলিশের একটি দল অংশগ্রহণ করে।

RSS
Follow by Email