শুক্রবার, অক্টোবর ১৭, ২০২৫
রাজনীতি

চাষাঢ়ায় এবিএম সিরাজুল মামুনের গণসংযোগ

লাইভ নারায়ণগঞ্জ: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৫ আসনে খেলাফত মজলিস মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী এবিএম সিরাজুল মামুনের পক্ষে চাষাঢ়া এলাকায় গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে চাষাঢ়া নুর মসজিদ থেকে এই গণসংযোগ শুরু হয়। মিছিলটি চাষাঢ়া শহীদ মিনার, মিশনপাড়া হয়ে ডনচেম্বার এলাকায় গিয়ে শেষ হয়। এসময় খেলাফত মজলিসের নেতৃবৃন্দ সাধারণ জনগণের মাঝে লিফলেট বিতরণ করেন এবং দল ও তাদের নির্বাচনী প্রতীক দেওয়াল ঘড়ি মার্কার পক্ষে বিভিন্ন স্লোগান দেন।

গণসংযোগে খেলাফত মজলিসের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, সহ-সভাপতি অধ্যাপক শাহআলম, সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, ফতুল্লা থানা সভাপতি কামরুল হাসান পায়েল, সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি নুর মোহাম্মদ খান, সদর থানা সাধারণ সম্পাদক খন্দকার হাফেজ আওলাদ, মহানগর সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল ওয়াদুদ এবং উলামা সম্পাদক মুফতী নুর হুসাইন নূরানী।

এছাড়া অঙ্গ সংগঠনের নেতাদের মধ্যে শ্রমিক মজলিসের জেলা সেক্রেটারি কাউসার আহমদ সরকার, ইসলামী যুব মজলিসের জেলা সভাপতি রিফাত আহমদ সাজিদ, ইসলামী ছাত্র মজলিসের মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজ, জেলা সেক্রেটারি কামরুল হাসান মিরাজসহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিট কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।

RSS
Follow by Email