রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
জেলাজুড়েরাজনীতিসদর

চাষাড়া বাগে জান্নাত টিভি কাপ ডিগবল টুর্নামেন্ট উদ্বোধন

লাইভ নারায়ণগঞ্জ: নগরীর চাষাড়া বাগে জান্নাত টিভি কাপ ডিগবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১২ জুলাই) বিকেল সাড়ে ৫ টায় নগরীর চাষাড়া শিশু কল্যাণ স্কুল মাঠে এ টুর্নামেন্টেরর উদ্বোধন করেন চাষাড়া বাগে জান্নাত পঞ্চায়েত’র সাধারণ সম্পাদক রোটারিয়ান মহিউদ্দিন মাহমুদ।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মিশনপাড়া পঞ্চায়েত’র ইঞ্জিনিয়ার অহিদুর রহমান আরিফ, বাগে জান্নাত পঞ্চায়েত’র সামসুল হক বাচ্চু, আবুল কালাম আজাদ জুয়েল, আনিসুর রহমান,হাসানুর রহমান,রহমত উল্লা লিটন, সাংবাদিক ফারুক রিপন,,সাংবাদিক শরীফ সুমন,মুজাহিদুল কবীর রুবেলসহ প্রমুখ।

এ টুর্নামেন্টে মোট ১০ টি দল অংশ নিয়েছে। প্রতি দলে খেলোয়াড় সংখ্যা ৫ জন।অতিরিক্ত খেলোয়াড় ২ জন।উদ্বোধনী খেলায় টুর্নামেন্ট পরিচালনা ও আয়োজক কমিটির সদস্যরা হলেন,অনিক,সবুজ,রাশেদ,হৃদয় ও মনারুল। ৪০ মিনিটের খেলায় রেফারী হিসেবে দায়িত্ব পালন করেন ক্রীড়াবিদ জামাল ভূইয়া।সহকারী রেফারী ছিলেন রিপন ও জহির।উদ্বোধনী খেলা ব্রাদার্স কিং বনাম সিক্রেট স্কোয়াড অংশ নেয়।উদ্বোধনী খেলা বিপুল সংখ্যক দর্শক উপভোগ করেন।

RSS
Follow by Email