মঙ্গলবার, ফেব্রুয়ারি ৪, ২০২৫
Led05রাজনীতি

চাষাড়া-পঞ্চবটী সড়ক প্রশস্তকরনের দাবিতে আল্টিমেটাম

লাইভ নারায়ণগঞ্জ: চাষাড়া-ফতুল্লা-ঢাকার রাস্তা প্রশস্তকরনের দাবিতে মানববন্ধন করেছে নারায়ণগঞ্জ নাগরিক কমিটি। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) চাষাঢ়া ডাকবাংলোর সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এবি সিদ্দিক এর সভাপতিত্বে এবং জহিরুল ইসলাম এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, আমরা নারায়ণগঞ্জবাসীর সভাপতি বীরমুক্তিযোদ্ধা নুরুদ্দিন আহমেদ, বীরমুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন চুন্নু, বীর মুক্তিযোদ্ধা নূর হোসেন মোল্লা, এডভোকেট জাহিদুল হক দীপু, সিপিবি সভাপতি হাফিজুল ইসলাম, বাসদ সাধারণ সম্পাদক আবু নাঈম খান বিপ্লব, সাবেক কাউন্সিলর খোরশেদ আলম খন্দকার, সাবেক কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, নাসির উদ্দিন মন্টু, নারী নেত্রী পপি রানী সরকার, শিক্ষিকা উম্মে লায়লা, সাংবাদিক শরীফ উদ্দিন সবুজ, কুতুব উদ্দিন আহমেদ প্রমুখ।

বক্তারা বলেন, চাষাড়া পুলিশ ফাড়ি ও ডাকবাংলো সংলগ্ন রাস্তার মুখটি একটি মরণফাঁদ। এখানে নারায়ণগঞ্জ মহিলা কলেজ, সরকারী তোলারাম কলেজ, চেঞ্জেস স্কুলসহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান অবস্থিত। যেখানে প্রায়শই দুর্ঘটনা এবং প্রাণহানির ঘটনা ঘটে। দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জের নাগরিক সমাজ এ রাস্তাটি প্রশস্তকরনের দাবি জানিয়ে আসছে। একাধিকবার টেন্ডার হয়েছে বলা সত্বেও এ রাস্তা প্রশস্তকরনের কাজ এখনও শুরু হয় নাই, যা নগরবাসী এবং নগরের জন্য অন্যতম দুর্ভোগের কারণ হয়ে দাড়িয়েছে। অবিলম্বে চাষাড়া রেললাইন থেকে পঞ্চবটীমুখী রাস্তাটি প্রশস্ত করে জনদুর্ভোগ কমানোর দাবি জানিয়ে এক মাসের আল্টিমেটাম দেন। পরবর্তীতে নাগরিক নেতৃবৃন্দ জেলা প্রশাসক নারায়ণগঞ্জ বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

RSS
Follow by Email