শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
Led03জেলাজুড়েসদর

চাষাড়ায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

লাইভ নারায়ণগঞ্জ: চাষাড়ায় চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যার পর চাষাড়া রেল স্টেশন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত যুবকের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নারায়ণগঞ্জ রেলওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) মখলেসুর রহমান লাইভ নারায়ণগঞ্জকে তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রত্যক্ষদর্শী সাক্ষী এবং সুরতাল রিপোর্টে স্বাক্ষরকারী সাক্ষীদের জিজ্ঞাসাবাদে জানা গেছে ঢাকা হতে নারায়ণগঞ্জ গামী কমিউটার ট্রেন চাষাড়া রেলওয়ে স্টেশনে যাত্রী নামার পর পুনরায় ট্রেন নারায়ণগঞ্জ রেল স্টেশনের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় এক অজ্ঞাতনামা পরিচয়ের যুবক ট্রেনের নিচে কাটা পড়ে মৃত্যুবরণ করেন।

তিরি আরও জানান, তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। তার পরিচয় এখনও পাওয়া যায়নি। নিহতের বয়স আনুমানিক ৩০ থেকে ৩২ হবে। যুবকের নাম-পরিচয় অনুসন্ধানের চেষ্টা চলছে।

RSS
Follow by Email