বৃহস্পতিবার, মার্চ ৬, ২০২৫
Led02অর্থনীতি

চাষাড়ার ডাক বাংলো ও পুলিশ ফাঁড়ি জনগণের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে: মোহাম্মদ হাতেম

লাইভ নারায়ণগঞ্জ: চাষাড়ার কলেজ রোড এলাকায় অবস্থিত ডাক বাংলো এবং পুলিশ ফাড়ি জনগণের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছে বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম। বুধবার (৫ মার্চ) সকালে জেলা প্রসাশনের কার্যালয়ে নারায়ণগঞ্জের যানজটসহ নানা বিষয়ে ডিসির সাথে সাক্ষাৎ করেন বিকেএমইএ’র এবং চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দরা। এরপর সাংবাদিকদের কাছে দেওয়া এক বক্তব্যে এ কথা বলেন তিনি।

মোহাম্মদ হোতেম বলেন, ‘নারায়ণগঞ্জের চাষাড়ায় একটি ডাকবাংলা এবং পুলিশ ফাঁড়ি আছে। এই ডাক বাংলো পুলিশ ফাঁড়ির কারণে নারায়ণগঞ্জবাসীর নানাবিধ সমস্যার মুখোমুখি হচ্ছে। সরকারের গুরুত্বপূর্ণ এমন দুটি ডিপার্টমেন্ট জনগণের বিরুদ্ধে কখনো যেতে পারে না। ওইখানে ডাকবাংলা এবং পুলিশ ফাঁড়ির কোন কার্যকরিতা নেই, তবুও সেটা রাস্তার ওপর দাঁড়িয়ে জনগণের ক্ষতির কারণ হচ্ছে। এটাকে যত দ্রুত সম্ভব অপসারণ করার জন্য আমরা জেলা প্রশাসক এবং এসপি সাহেবকে অনুরোধ করেছি।’

এর আগে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এসপি প্রত্যুষ কুমার মজুমদারের কাছে ২৫ লাখ টাকার চেক হস্তান্তর করেন বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। বিশেষ করে রমজান মাসে নারায়ণগঞ্জকে যানজটমুক্ত রাখার জন্য কমিউনিটি পুলিশকে এ অনুদান প্রদান করা হয়।

অনুদান বিষয়ে মোহাম্মদ হাতেম বলেন, সারাদেশে থেকে সরকার যে রেভিনিউ পায় সেখানে নারায়ণগঞ্জ শীর্ষে। এরকম একটি ব্যবসায়িক জোনে যানজট নিরসনের জন্য ব্যবসায়ীরা এগিয়ে এসেছে। যানজট নিরসনের জন্য বিকেএমইএ ও চেম্বার অব কমার্সের পক্ষ থেকে কমিউনিটিতে পুলিশকে কিছু অনুদান দেওয়া হয়েছে। যাতে করে কমিউনিটি পুলিশের বেতনের সাথে এ টাকাটি সমন্বয় করা যায়। বিকেএমইএ এর পক্ষ থেকে ২০ লাখ টাকা ও চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে ৫ লাখ করে মোট ২৫ লক্ষ টাকার চেক আমরা পুলিশ প্রশাসনকে হস্তান্তর করেছি।

এসময় বিকেএমইএ এবং চেম্বার অব কমার্সের আরও নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

RSS
Follow by Email