চাষাঢ়ায় ব্যক্তিমালিকানাধীন জমি থেকে উচ্ছেদের পায়তারার প্রতিবাদে মানববন্ধন
লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় ব্যক্তিমালিকানাধীন জমি রেলওয়ের উচ্ছেদের পায়তারার প্রতিবাদে মানববন্ধন করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে চাষাঢ়া রেলস্টেশন সংলগ্ন চাষাঢ়া-ইসদাইর সংযোগ সড়কে শত শত বাসিন্দা এই মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, তাদের এই জমিগুলো সিএস ও আরএস রেকর্ডে ব্যক্তিমালিকানাধীন হিসেবে নথিভুক্ত। তারা নিয়মিত সরকারকে খাজনা ও ট্যাক্স দিয়ে আসছেন। প্রায় ২ একর আয়তনের এই জমিতে অন্তত ৮০টি বাড়ি, রাজউকের অনুমোদিত সুউচ্চ ভবন, একটি স্কুল, মহিলা মাদ্রাসাসহ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে। প্রায় কয়েক দশক ধরে তারা সপরিবারে এখানে বসবাস করছেন।
এলাকাবাসীর অভিযোগ, সম্প্রতি রেলওয়ের নাম ব্যবহার করে কিছু অসাধু ব্যক্তি মাইকিং ও লাল রং দিয়ে স্থাপনা চিহ্নিত করে তাদের উচ্ছেদের হুমকি দিচ্ছে। তাদের কাছে কোনো লিখিত নোটিশ চাওয়া হলে তারা হুমকি দিয়ে বলেন, ৩ সেপ্টেম্বরের মধ্যে জমি ছেড়ে দিতে হবে, অন্যথায় ৪ সেপ্টেম্বর তারা উচ্ছেদ অভিযান চালাবেন এবং এ সময় কোনো কাগজপত্র দেখা হবে না। তারা আরও জানান, রেলওয়ে কর্তৃপক্ষ তাদের মালিকানার কোনো কাগজ দেখাতে পারেনি, শুধু একটি তৈরি করা ম্যাপ দেখিয়ে উচ্ছেদের হুমকি দিচ্ছে।
বক্তারা আরও জানান, ২০১৭ সালে ঢাকা-নারায়ণগঞ্জ ডাবল লাইনের কাজের সময় এই জমি নিয়ে রেলওয়ের কোনো দাবি ছিল না। এখন কেন হঠাৎ করে ব্যক্তিমালিকানাধীন জমিতে উচ্ছেদের নামে হয়রানি করা হচ্ছে, তা নিয়ে তারা প্রশ্ন তোলেন।
এ বিষয়ে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দিয়ে বিষয়টি যাচাই-বাছাই করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান এলাকাবাসী। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি ৪ সেপ্টেম্বর রেলওয়ে কর্তৃপক্ষ উচ্ছেদ করতে আসে এবং এতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, তার জন্য রেলওয়ে কর্তৃপক্ষ ও প্রশাসন দায়ী থাকবে।
মানববন্ধনে নিউ চাষাঢ়া পঞ্চায়েত কমিটির সভাপতি আব্দুল গফুর রাজা, সাধারণ সম্পাদক মো. ইউসুফ আল নোমান, সিনিয়র সহসভাপতি আবুল কাশেম, আরবান স্কুলের প্রধান শিক্ষক মাহমুদা বেগম, সিরাজুল ইসলাম এবং মিজানুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।