শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
Led01সদর

চাষাঢ়ায় থামিয়ে রাখা মাইক্রোবাসে চলন্ত ট্রেনের ধাক্কা

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: থামিয়ে রাখা মাইক্রোবাস চলন্ত ট্রেনের ইঞ্জিনের সাথে ধাক্কা লেগেছে। এ ঘটনায় কোন হতাহত না হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে মাইক্রোবাসটি।

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথের চাষাঢ়ায় রোববার (১৩ আগস্ট) বিকালে এই ঘটনা ঘটে।

দুর্ঘটনার তথ্য লাইভ নারায়ণগঞ্জের কাছে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ স্টেশন মাস্টার কামরুল ইসলাম খান।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাইক্রোবাসটি রেল লাইনের পাশে পাকিং করে রাখা হয়েছিল। ঢাকা থেকে নারায়ণগঞ্জ রেল স্টেশনে আসার পথে ট্রেনেটির ইঞ্জিনে ধাক্কা লাগে। মাইক্রোবাসটির ক্ষতি হলেও কোন যাত্রী বা চালক না থাকায় হতাহত হয়নি।

রেলওয়ে পুলিশের নারায়ণগঞ্জ ফাড়ির ইনচার্জ (এসআই) নূর মোহাম্মদ লাইভ নারায়ণগঞ্জকে জানান, দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। ট্রেনের ইঞ্জিনেরও কোন ক্ষতি হয়নি।

RSS
Follow by Email