বৃহস্পতিবার, মার্চ ৬, ২০২৫
Led01আদালত

চার দিনের রিমান্ডে মাকসুদ চেয়ারম্যান

লাইভ নারায়ণগঞ্জ: বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির সহ সভাপতি মাকসুদ হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বিজ্ঞ আদালত। বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আব্দুল্লাহ আল মাসুদ এই রিমান্ড মঞ্জুর করেছেন।

মাকসুদ হোসেনকে ফতুল্লা থানায় দায়েরকৃত একটি হত্যাচেষ্টা মাময়ায় গ্রেপ্তার দেখানো হলেও তার বিরুদ্ধে আরও বিভিন্ন মামলা রয়েছে।

তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের ইন্সপেক্টর (ইনচার্জ) আব্দুল কাইউম জানান, বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির সহ সভাপতি মাকসুদ হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য, ৪ দিনের রিমান্ড ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন নারায়ণগঞ্জ অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আব্দুল্লাহ আল মাসুদ। বর্তমারে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

RSS
Follow by Email