মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫
ক্রীড়াস্বাস্থ্য

চায়নায় গিয়ে হঠাৎ অসুস্থ শিক্ষক আরিফ মিহির

লাইভ নারায়ণগঞ্জ: চায়নায় গিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কোষাদক্ষ ও নারায়ণগঞ্জ কলেজের শিক্ষক মোঃ আরিফ মিহির।

জানা গেছে, চায়নার গুয়াংজু শহরের একটি হাসপাতালে উনার হানিয়ার অপারেশন করা হয়েছে।

বর্তমানে তিনি অনেকটা সুস্থ হয়ে হাসপাতালেই রয়েছেন।

এর আগে, গত ২৮ সেপ্টেম্বর রাতে ১৯ তম এশিয়ান গেমসে বাংলাদেশ কাবাডি টিমের সাথে টেকনিক্যাল অফিসিয়াল হিসেবে চায়নায় গিয়েছিলেন আরিফ মিহির। সেখানে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি।

উল্লেখ্য, চীনের জিয়াওশান গুয়ালি স্পোর্টস সেন্টারে ২ থেকে ৭ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে কাবাডি প্রতিযোগিতা।

RSS
Follow by Email