চাঁদাবাজি-পেশিশক্তির প্রদর্শন এখনো বিদ্যমান: মুফতি মাসুম বিল্লাহ
লাইভ নারায়ণগঞ্জ: ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেছেন, দেশের রাজনৈতিক সংস্কৃতি এখনো পরিবর্তন হয় নাই। চাঁদাবাজি, দখলদারি, পেশিশক্তির প্রদর্শন এখনো বিদ্যমান। কারা এগুলো করছে তা আমরা সবাই জানি। জনপ্রশাসনসহ রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোতে পতিত স্বৈরাচারের রেশ এখনো আছে। এই অবস্থায় নির্বাচনকে মূখ্য করে তোলার কোন কারণ নাই। বরং সংস্কার করে ছাত্র-জনতার আকাঙ্খা অনুযায়ী রাষ্ট্রকাঠামো নিশ্চিত করেই নির্বাচনে যেতে হবে।
বুধবার (১৬ এপ্রিল) ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় আরো উপস্থিত ছিলেন, নগর সহ-সভাপতি মাজলুম জননেতা মুহা. নুর হোসেন, মাও. হাবীবুল্লাহ হাবিব, সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদ, অ্যাসিস্ট্যান্ট জয়েন্ট সেক্রেটারি আলহাজ্ব শেখ হাসান আলী, সাংগঠনিক সম্পাদক মাও. শামসুল আলম, প্রচার ও দাওয়া সম্পাদক বিলাল খান, অর্থ সম্পাদক ইসমাইল হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।
তিনি ভরত সরকারে উদ্দেশ্য করে বলেন, ভারতে ওয়াকফ বিলের বিতর্কিত সংস্কার ও মুসলিম নির্যাতন বন্ধ করুন। মুসলমানদের হয়রানি ও নির্যাতন করার জন্য এ বিল করা হয়েছে। এর অজুহাতে শতাধিক মাদরাসা বন্ধ করে দেয়া হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।