শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
Led05আদালত

চাঁদাবাজির মামলায় জামিন পেলেন সেলিম প্রধান

লাইভ নারায়ণগঞ্জ: চাঁদাবাজির মামলায় জামিন পেয়েছেন ওয়ান ফ্যামিলির জাপান বাংলাদেশ গ্রুপের চেয়ারম্যান সেলিম প্রধান। সোমবার (১৮ নভেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. বদিউজ্জামান’র আদালত এ জামিন মঞ্জুর করেন।

সেলিম প্রধানের আইনজীবী ব্যারিষ্টার জোবায়ের আহমেদ ভূইয়া জানান, এই মামলার কোন সত্যতা ছিল না। এই মামলাটি একটি পরিকল্পিত মিথ্যা বানোয়াট মামলা।

তিনি জানান, সাবেক সেনাপ্রধান আজিজ সাহেব, তার ভাই জোসেফ, হারিশদের একটি দল আছে যারা সেলিম প্রধানকে উৎখাত করে চায়। উনার বাড়ি, জমি রাজনীতি নষ্ট করতে চায়। একটি সংঘবদ্ধ চক্র প্রতিদিনি তাকে হয়রাণী করছে, মামলা করছে। আমরা ১৯ তারিখ তাদের বিরুদ্ধে ঢাকায় মামলা করেছি। সেই সাথে আমরা একটি জিডি করেছি, আমাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হইতে পারে। ঠিকই ২০ তারিখ উনারা চাঁদাবাজির মামলা করেছে। আশা করছি, আইনশৃঙ্খলা বাহিনী ও আদালতের মাধ্যমে সুষ্ঠু বিচার পাবো।

জামিন শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে সেলিম প্রধান বলেন, আমার অবর্তমানে, দখলবাজ মুজিবর ও হাবীব অবৈধ ভাবে নকল চুক্তিপত্র করে,আমার বাড়ি ও কারখানা হিসেবে আমার যে জায়গাটি ব্যাবহার হচ্ছে, সেটিকে দখল করার চেষ্টা করছে। যেহেতু অবৈধ চুক্তিপত্র, জালসাক্ষর তৈরি করে দখলের চেষ্টা চালাচ্ছে। দখলবাজ, চাদাবাজ, রূপগঞ্জের, গোলাম দস্তগির গাজী পালিত সন্ত্রাসবাহিনী আবার সক্রিয় হয়ে উঠেছে। আমি বলে দিচ্ছি, আই এম ব্যাক, এই রুপগঞ্জের নতুন করে কোন সন্ত্রাসবাহিনী, চাঁদাবাজ হতে দেয়া হবে না।

তিনি বলেন, আইন সবার জন্য সমান। আমাকে চাঁদাবাজির মামলা দিয়েছে। কারণ আমি সাবেক মন্ত্রী গাজীর বিরুদ্ধে লড়াই করেছি। আমার বাড়িতে দফায় দফায় হামলা করেছে। গাজীর লোকেরা আমার বিরুদ্ধে মামলা করেছে। ৫ তারিখের পর ওই লোক গুলোই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমার পেছনে ষড়যন্ত্র করছে বিএনপি নেতা দিপু ভূঁইয়া। বিএনপি সব নেতারা জেলে গেছে। কিন্তু আওয়ামী লীগের ১৬ বছরে দিপু ভূঁইয়া একবারও জেলে যায় নাই। তারা আমার বিরুদ্ধে চাঁদাবাজির ভূয়া মামলা করেছে। গাজী যে কাজ করেছে সে কাজ এখন তার লোকজন করছে, আর এর পেছনে আছে দিপু ভূঁইয়া।

RSS
Follow by Email