বুধবার, ডিসেম্বর ১৮, ২০২৪
Led02জেলাজুড়েরাজনীতিশিক্ষা

চলমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের যে বার্তা দিলেন অয়ন ওসমান

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জসহ সারাদেশে শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে আন্দোলনের বর্তমানের সার্বিক পরিস্থিতি নিয়ে, একটি বিশেষ বার্তা দিয়েছেন ইমতিনান ওসমান অয়ন। তিনি নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের পুত্র।

মঙ্গলবার (১৬ জুলাই) অয়ন ওসমানের বার্তাটি নিশ্চিত করেন মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও তোলারাম কলেজ ছাত্রলীগ শাখার সভাপতি হাবিবুর রহমান রিয়াদ।

অয়ন ওসমানের বার্তাটি পাঠকের জন্য হুবহু তুলে ধরা হলো-
‘একটি কথা মনে রাখবে নারায়ণগঞ্জের ছাত্রলীগ ও ছাত্রনেতৃবৃন্দ তোমরা সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকবে। শিক্ষার্থীরা কোন অসুবিধার সম্মুখীন না হয়, সেটা তোমাদের খেয়াল রাখতে হবে। সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে কোন বিএনপি,জামায়াত শিবিরের অনুপ্রবেশ ঘটালে ঐই ষড়যন্ত্রকারিদের দাতভাঙা জবাব দিতে হবে। আমাদের যুদ্ধ ‘দেশ বিরোধী’ ষড়যন্ত্রকারিদের বিরুদ্ধে, সাধারণ শিক্ষার্থীদের সাথে নয়, বিশেষ করে নারায়ণগঞ্জে। এই অবস্থায় তোমরা সবাই সচেতন, সজাগ ও সর্তক থাকবে।

RSS
Follow by Email