শনিবার, অক্টোবর ২৫, ২০২৫
Led01বন্দরসোনারগাঁসোশ্যাল মিডিয়া

চলন্ত সিএনজিতে চালক বনাম ছিনতাইকারীর লড়াই, ভাইরাল ভিডিও

লাইভ নারায়ণগঞ্জ: রাত তখন পৌনে একটা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর দিয়ে দ্রুত ছুটে চলছে একটি সিএনজিচালিত অটোরিকশা। কিন্তু দৃশ্যের নেপথ্যে ছিল এক রুদ্ধশ্বাস জীবন-মৃত্যুর সংগ্রাম। চলন্ত সিএনজির পেছনে ঝুলন্ত অবস্থায় এক যুবক, আর ভেতরে থাকা দুই ছায়ামূর্তি তাকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে ফেলে দেওয়ার মরিয়া চেষ্টা চালাচ্ছে। ছিনতাইয়ের প্রচেষ্টার এই ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আতঙ্ক সৃষ্টি করেছে।

ভিডিওটি প্রথম ছড়িয়ে দেন কক্সবাজারগামী এক গাড়ির যাত্রী নাজির উদ্দিন শাহ, যিনি বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন। তিনি ক্যাপশনে উল্লেখ করেন, ঘটনাটি ঘটেছে রাত ১২টা ২০ মিনিটে বন্দর উপজেলার মদনপুর এলাকায়। ভিডিওটি পোস্ট হওয়ার পর থেকে দ্রুত তা ভাইরাল হয়ে যায়।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, একবার ডান পাশের দরজা, তো আরেকবার বাম পাশের দরজা খুলে ভেতরে থাকা ছিনতাইকারীরা বারবার ছুরি দিয়ে পেছন দিকে ঝুলে থাকা যুবককে আঘাতের চেষ্টা করছে। জীবন বাঁচাতে ওই যুবকও দিক পরিবর্তন করে নিজেকে রক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ধারণা করা হচ্ছে, ওই যুবক আর কেউ নন, তিনি সিএনজিটির চালক বা মালিক।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী গণমাধ্যমকে জানান, ছিনতাইকারীরা ওই ব্যক্তিকে সিএনজির পেছন থেকে নামাতে ব্যর্থ হয়। একপর্যায়ে হতাশ হয়ে তারা ওই ব্যক্তিকে একটি মোবাইল ফোন ফেরত দিয়ে দ্রুত পালিয়ে যায়। বাসের ভেতর থেকে কোনো যাত্রী এই পুরো ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করেন।

ভিডিওটি ভাইরাল হলেও এখন পর্যন্ত এর সঠিক ঘটনাস্থল, সময় এবং ভুক্তভোগী চালকের পরিচয় নিয়ে ধোঁয়াশা কাটেনি। কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ করেনি।

কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) ওয়াহিদ মোর্শেদ বলেন, “ভিডিওটি আমরা দেখেছি। তবে ঘটনাস্থল শনাক্ত করতে ও সংশ্লিষ্টদের খুঁজে বের করতে তদন্ত চলছে।”

বন্দর থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) লিয়াকত আলী বলেন, “ভিডিও দেখে সঠিক স্থান নির্ধারণ করা সহজ নয়। তবে ধারণা করা হচ্ছে, ঘটনাটি মদনপুর থেকে লাঙ্গলবন্দের মাঝামাঝি কোনো স্থানে ঘটেছে। বিষয়টি শনাক্তে তদন্ত চলছে।”

তবে পুলিশ কর্মকর্তা তারেক আল মেহেদীর ভাষ্য, মদনপুর সিএনজি স্ট্যান্ডসহ আশপাশের এলাকায় ব্যাপক অনুসন্ধান চালিয়েও ওই অটোরিকশাটি বা ছিনতাইকারী চক্রের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। এই ঘটনার রহস্য উন্মোচন ও জড়িতদের গ্রেপ্তারের জন্য পুলিশ জোর চেষ্টা চালাচ্ছে। (তথ্য সংগৃহীত)

RSS
Follow by Email