বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
Led05আড়াইহাজার

চলন্ত মোটরসাইকেল উল্টে গিয়ে আহত, ১০দিন পর যুবকের মৃত্যু

লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় আহত যুবক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। দশ দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার সকালে মারা যায় তিনি।

নিহত যুবকের নাম হিমন আহমেদ (২০)। সে আড়াইহাজার পৌর সদরের দিঘিরপাড়া মহল্লার সিএনজি মিস্ত্রি আব্দুল হালিমের ছেলে। হিমন আহমেদ ওই মহল্লায় অবস্থিত জনসেবা হাসপাতালের কর্মচারী ছিল।

এর আগে, গত ২০ সেপ্টেম্বর কর্মস্থল থেকে সামান্য দূরে দক্ষিণপাড়া বাইপাস সড়কের মার্কাজ মসজিদ এলাকায় তার চলন্ত মোটরসাইকেলটি উল্টে গিয়ে সে গুরুতরা আহত হয়। পরে তাকে সঙ্গে সঙ্গে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

RSS
Follow by Email