চব্বিশের স্বাধীনতাকে ভূলুণ্ঠিত করতে অসাধু চক্র মেতে উঠেছে: মাওলানা মঈনুদ্দিন
লাইভ নারায়ণগঞ্জ: রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল করেছে জামায়াতে ইসলামী। সোমবার (২৪ মার্চ) নারায়ণগঞ্জ সদর থানা ডিক্রিরচর এলাকায় আলীরটেক ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ওই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ।
তিনি বলেন, বর্বর ইসরাইল কর্তৃক ফিলিস্তিনে অবুঝ শিশুদের উপর যেভাবে নির্বিচারে গুলি করে হত্যা করে মারা হচ্ছে তা পৃথিবীর ইতিহাসে নজীরবিহিন। আমরা ঐ সমস্ত নরপিচাশদের শাস্তির দাবি জানাই। পাশাপাশি ফিলিস্তিন ভাইদের পাশে দাঁড়ানোর আহবান জানাই
মাওলানা মঈনুদ্দিন আহমাদ বলেন, চব্বিশের স্বাধীনতাকে ভূলুণ্ঠিত করতে কিছু অসাধু চক্র পরিকল্পিত ভাবে চাদাঁবাজি দখলদারিত্বে মেতে উঠেছে। এগুলোকে রোধ করতে পারে একমাত্র কুরআনের আইন সৎ লোকের শাসন। রাসূলের সোনালি যুগ ফিরে পেতে চাইলে সৎ যোগ্য আল্লাহভীরু ব্যক্তিকে ভোটের মাধ্যমে নির্বাচিত করতে হবে।
অনুষ্ঠানে আলীরটেক ইউনিয়ন জামায়াতের সভাপতি মুহাম্মদ মুরাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না।
আলীরটেক ইউনিয়নের সেক্রেটারি আবু খালিদের সঞ্চালনায় ইফতার মাহফিলে দোয়া ও মুনাজাত করেন আলেমে দ্বীন হযরত মাওলানা আতাউল হক সরকার। এছাড়া ও আরো উপস্থিত ছিলেন বক্তাবলী ইউনিয়ন জামায়াতের সভাপতি আবু বক্কর সিদ্দিক সহ স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ।