শুক্রবার, আগস্ট ৮, ২০২৫
Led03রূপগঞ্জ

চনপাড়া একটি সম্ভাবনাময় জনপদ: ইউএনও সাইফুল

লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জ উপজেলার চনপাড়া এলাকার সার্বিক পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম। শুক্রবার (৮ আগস্ট) এ সময় তিনি এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা ও সম্ভাবনার দিকগুলো খতিয়ে দেখেন এবং স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে ইউএনও চনপাড়া এলাকার বিভিন্ন প্রতিষ্ঠান ঘুরে দেখেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—আল-আমিন যুব সংঘ, সাইফুল হাসান দুলাল স্কুল, মডেল একাডেমি স্কুল, সেতুবন্ধন, পিআরডি স্কুল, আল-আরাফা ইসলামিয়া মাদ্রাসা, ডিবিকেপি হাসপাতাল এবং স্থানীয় উদ্যোক্তা পরিচালিত পোশাক কারখানা জুবায়ের ফ্যাশন। তিনি এসব প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে জানতে চান এবং উন্নতির জন্য প্রয়োজনীয় পরামর্শ দেন।

পরিদর্শন শেষে ইউএনও বলেন, “চনপাড়া একটি সম্ভাবনাময় জনপদ। এখানে যেমন কিছু চ্যালেঞ্জ রয়েছে, তেমনি আছে অনেক ইতিবাচক উদ্যোগ। বিশেষ করে মাদক নিরোধে প্রশাসন, সমাজ ও পরিবার—সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি।” তিনি তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষাপ্রতিষ্ঠানের মানোন্নয়ন এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি নিরাপদ ও মানবিক সমাজ গঠনে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দেন।

এ ছাড়াও তিনি চনপাড়ায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।

RSS
Follow by Email