শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
Led05রূপগঞ্জ

চনপাড়ায় ১০ মিনিটের মধ্যে ব্যাবস্থা নেয়ার আশ্বাস ওসির

লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জের চনপাড়ায় মাদক ও সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। তথ্য দিলে ১০ মিনিটের মধ্যেই ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এএফএম সায়েদ।

মঙ্গলবার (২৫ জুলাই) চনপাড়ার এলাকায় অভিযান পরিচালনাকালে স্থানীদের এই আশ্বাস দেন তিনি।

ওসি বলেন, ‘আপনারা যদি আমাদের ফোন দিয়ে তথ্য দেন, যে ওই বাড়িতে মাদক কারবার কিনবা অবৈধ সন্ত্রাসীকালাপ চলছে তাহলে আমরা আপনাদের আশ্বাস দিতে পারি; আমরা ১০ মিনিটের মধ্যে ব্যবস্থা নিবো। আপনারা না জানালে তো আমরা আর কিছু করতে পারবো না।’

এর আগে, দুপুরে এক অভিযানে চনপাড়ার অফিস ঘাট এলাকার কাশেমের পরিত্যক্ত বাড়ি থেকে বেশ কিছু রাম দা ও সন্ত্রাসীদের হামলার সময় ব্যবহৃত জ্যাকেট উদ্ধার করে পুলিশ।

তাদের এমন অভিযান অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের এএসপি আবির হোসেন।

চনপাড়ায় সন্ত্রাসীদের আতঙ্ক কাটাতে পুলিশের ভুমিকা নিরপেক্ষ ও অব্যাহত রাখার দাবী জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) আতাউর রহমান বলেন, অভিযানে বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে, কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি বলে জানান তিনি।

RSS
Follow by Email