শুক্রবার, অক্টোবর ৩১, ২০২৫
রাজনীতিসদর

‘চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারা দেওয়ার পাঁয়তারা’ অভিযোগে বাসদের বিক্ষোভ

লাইভ নারায়ণগঞ্জ: চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারা দেওয়ার পাঁয়তারা বন্ধের দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। নেতৃবৃন্দ বলেন, দেশের জনগণের মতামতকে উপেক্ষা করে এই কৌশলগত সিদ্ধান্ত অর্থনৈতিক ও কৌশলগত নিরাপত্তার জন্য আত্মঘাতী হবে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল ৪টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে বাসদ জেলা শাখা।

বাসদ নারায়ণগঞ্জ জেলার সদস্যসচিব আবু নাঈম খান বিপ্লবের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, বাসদ ফতুল্লা থানার সদস্যসচিব এস এম কাদির এবং গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ।

নেতৃবৃন্দ অভিযোগ করেন, বর্তমান অন্তর্বর্তী সরকার জনগণের মতামতকে উপেক্ষা করে এখতিয়ার বহির্ভূতভাবে আগামী ডিসেম্বরের মধ্যে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল, পতেঙ্গার লালদিয়া কন্টেইনার টার্মিনাল এবং ঢাকার কেরানীগঞ্জের পানগাঁও টার্মিনাল বিদেশি অপারেটরদের হাতে ছেড়ে দেবে বলে জানিয়েছে। ধারণা করা হচ্ছে, আরও দুটি টার্মিনালও বিদেশিদের ইজারা দেওয়া হবে।

বক্তারা বলেন, দেশের প্রবেশমুখ হিসেবে চট্টগ্রাম বন্দর শুধু অর্থনৈতিক ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ নয়, এটি একটি নিরাপত্তা ও প্রতিরক্ষার কৌশলগত বিষয়ও। বন্দরের পাশেই নৌ ঘাঁটি, তেল শোধনাগার ও বিমান বন্দরের মতো গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে।

নেতৃবৃন্দ বলেন, দেশের মোট কন্টেইনার পণ্য উঠানামার ৫৫ শতাংশ হয় নিউমুরিং কন্টেইনার টার্মিনাল দিয়ে, যা দেশের অর্থে তৈরি এবং হাজার কোটি টাকার বেশি রাজস্ব আয় করে। ফলে এই গুরুত্বপূর্ণ টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেওয়া অর্থনীতি ও নিরাপত্তার ক্ষেত্রে আত্মঘাতী সিদ্ধান্ত।

নেতৃবৃন্দ দুবাইভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ইজারার শর্তাবলী জনসন্মুখে প্রকাশ না করায় ক্ষোভ প্রকাশ করেন। তারা অভিযোগ করেন, বিদেশি অপারেটর নিয়োগে কন্টেইনার চার্জ বৃদ্ধি, শ্রমিক অধিকার সংকোচন, কৌশলগত তথ্যঝুঁকি এবং আন্তর্জাতিক বিরোধের আশঙ্কা বাড়ে।

বাসদ নেতৃবৃন্দ সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, “অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বন্দরকে বাংলাদেশের হৃদপিণ্ড বলেছেন, অথচ সেই হৃদপিণ্ডকে বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে।” তারা আশঙ্কা করেন, ডিপি ওয়ার্ল্ডের পিছনে মার্কিন সরকারের ভূমিকা থাকতে পারে, কারণ তাদের সঙ্গে মার্কিন নৌবাহিনীর চুক্তি রয়েছে।

নেতৃবৃন্দ সরকারকে বন্দর ইজারা দেওয়ার এই দেশবিরোধী সিদ্ধান্ত থেকে অবিলম্বে ফিরে আসার জোর দাবি জানান এবং এর বিরুদ্ধে দেশবাসীকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

RSS
Follow by Email