ঘোষণা পাঠের মধ্যদিয়ে নগরীতে লালন উৎসব সমাপ্তি
লাইভ নারায়ণগঞ্জ: সাংস্কৃতিক জোট আয়োজিত ফকির লালন সাঁই এর জন্মবর্ষ উপলক্ষে দুইদিন ব্যাপী লালন উৎসব সমাপ্ত হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে নগরের কেন্দ্রীয় শহীদ মিনারে লালন উৎসবের শেষ দিন অনুষ্ঠিত হয়।এ উৎসবের প্রতিপাদ্য করা হয় লালন সাঁই এর বাণী ‘এমন সমাজ কবেগো সৃজণ হবে, যে দিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতি গোত্র নাহি রবে’।
এর আগে উৎসবের প্রথম দিনে উদ্বোধন করেন লালন অনুসারি বাউল ফকির পিয়ার সাঁই। সন্ধ্যায় লালনের গান পরিবেশন করেন কুষ্টিয়ার ফকির পিয়ার সাঁই, শিরিন সুলতানা, ফারুক মণ্ডল, এ্যানি খান, ফরিদপুরের শিল্পী ফকির পাগলা বাবলু, ফকির শাহজালাল প্রমুখ।
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলামের সভাপতিত্বে উৎসবের ঘোষণা পাঠ করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি। ঘোষণায় তিনি বলেন, ৫ আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানে আকাঙ্খা সকল বৈষম্যের অবসান হলেও বাস্তবতা ভিন্ন তৈরি হয়েছে। ধর্ম, মত ও পথের বৈষম্য বৃদ্ধি পেয়েছে। নারায়ণগঞ্জের কাশীপুরের মধ্য নরসিংপুরে বিগত দশ বছর যাবৎ আয়োজন করে আসা লালন মেলা ও সাধু সঙ্গের আয়োজন এবার করতে দেয়া হয় নি। গত নভেম্বরে কিছু ধর্মান্ধ উগ্রবাদিগোষ্ঠীর বাধার মুখে তা বন্ধ হয়ে যায়। সাম্প্রতিক সময়ে সারাদেশে অর্ধশতাধিক মাজার—খানকায় হামলা ও ভাংচুর করা হলেও এর বিরুদ্ধে সরকারের নির্লজ্জ নিরবতা আমাদেরকে আহত করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের লালন উৎসব ধর্ম রক্ষার নামে সারা দেশে সাম্প্রদায়িকগোষ্ঠীর ভিন্ন মত দমনে সহিংসতার বিরুদ্ধে এবং সরকারের নিরবতার বিরুদ্ধে প্রতিবাদ। আমরা দৃঢ় ভাবে বলতে চাই মানব—মুক্তির মহা—কর্মযজ্ঞে যুক্ত থেকে বাঙ্গালির অসাম্প্রদায়িক সংস্কৃতি রক্ষার লড়াই আমরা অব্যহত রাখবো।