ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে আকাশে মেঘের ঘনঘটা, না.গঞ্জে হালকা বৃষ্টি
লাইভ নারায়ণগঞ্জ: ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে পুরো নারায়ণগঞ্জ জেলার আকাশেই মেঘের ঘনঘটা। ইতোমধ্যে ঝড়ের অগ্রভাগের প্রভাবে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। কোথাও কোথাও হচ্ছে ভারী বৃষ্টি। উপকূলীয় অনেক এলাকা জলোচ্ছাসের সৃষ্টি হয়েছে। এরই প্রভাবে নারায়ণগঞ্জের বেশি কিছু জায়গায় শুরু হয়েছে বৃষ্টি। সন্ধ্যার পর ঢাকার বিভিন্ন জেলায় বৃষ্টি বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
রবিবার (২৬ মে) দুপুর ১টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ঢাকায় পূর্ব বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১৫ থেকে ২০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে, যা অস্থায়ীভাবে দমকা আকারে ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে।
বিকাল পৌনে ৪টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা, বন্দর, সিদ্ধিরগঞ্জসহ বেশ কিছু অঞ্চলে বৃষ্টির খবর পাওয়া গেছে।
এদিকে সারা দেশের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, ঢাকা, রাজশাধী, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ করে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে।