মঙ্গলবার, আগস্ট ১৯, ২০২৫
Led02জেলাজুড়ে

‘গ্রিন অ্যান্ড ক্লিন’ অভিযানে ১৯ ট্রাক আবর্জনা সরালো প্রশাসন

লাইভ নারায়ণগঞ্জ: পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ার লক্ষ্যে বিশেষ অভিযান চলছে। মঙ্গলবার (১৭ জুন) সকালে শহরের বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়। ‘গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচির আওতায় বিপুল পরিমাণ বর্জ্য অপসারণ করা হয়েছে। এটি নগরীর পরিবেশ উন্নয়নে একটি বড় পদক্ষেপ।

আজকের পরিচ্ছন্নতা অভিযান চালানো হয় নারায়ণগঞ্জ জেলা শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থানে। এর মধ্যে ছিল চানমারি নতুন সড়কের উভয় পাশ। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সাইনবোর্ডমুখী মহাসড়কের সড়কদ্বীপও পরিষ্কার করা হয়। এছাড়া, ফতুল্লা স্টেডিয়ামের সামনের সার্ভিস লেন থেকেও বর্জ্য অপসারণ করা হয়েছে।

এই পরিচ্ছন্নতা কার্যক্রমে চারটি ট্রাক ও একটি বুলডোজার ব্যবহার করা হয়। এসব আধুনিক সরঞ্জাম দিয়ে দ্রুততার সঙ্গে সড়ক ও সড়কদ্বীপের বর্জ্য সরানো সম্ভব হয়েছে।

অভিযানে বিভিন্ন এলাকা থেকে মোট ১৯ ট্রাক বর্জ্য অপসারণ করা হয়েছে- চানমারি নতুন সড়কের পাশ থেকে: ২ ট্রাক, চানমারি নতুন সড়কের তল্লা এলাকার গাছ রোপণের স্থান থেকে: ৪ ট্রাক, জেলা আনসার কমান্ডেন্টের দপ্তরের সামনে থেকে: ১ ট্রাক, হাজীগঞ্জগামী রাস্তার জেলা আনসার কর্তৃক গাছ রোপণের স্থান থেকে: ১ ট্রাক, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সাইনবোর্ডমুখী মহাসড়কের সড়কদ্বীপ থেকে: ১ ট্রাক, ফতুল্লা স্টেডিয়ামের সামনের সার্ভিস লেন থেকে: ১০ ট্রাক,

অভিযানের সময় রাস্তা সংলগ্ন এলাকাবাসীকে পরিচ্ছন্নতা রক্ষায় সচেতন করা হয়। তাদের প্রতি আহ্বান জানানো হয়, নিজ এলাকা পরিষ্কার রাখতে এবং বর্জ্য সঠিক স্থানে ফেলতে। কর্তৃপক্ষ জানিয়েছে, ‘গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচি ভবিষ্যতে আরও চলবে। এর মাধ্যমে নারায়ণগঞ্জকে আরও পরিচ্ছন্ন ও সুন্দর শহরে পরিণত করাই লক্ষ্য।

RSS
Follow by Email