মঙ্গলবার, মে ৬, ২০২৫
Led03বন্দর

গ্রাইন্ডিং মেশিনের অপ্রত্যাশিত আঘাত, কেড়ে নিল স্কুল মালির জীবন

লাইভ নারায়ণগঞ্জ: বন্দরে এক মর্মান্তিক দুর্ঘটনায় ডেভিড ম্রং (৪০) নামে এক স্কুল কর্মচারীর জীবনাবসান হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৫ মে) সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ঘটনাটি ঘটে রবিবার (৪ মে) বিকেলে, স্কুল ছুটির পর ডেভিড ম্রং যখন তার নিজ বাসার রান্নাঘরে গ্রাইন্ডিং মেশিন দিয়ে রেক তৈরির কাজ করছিলেন। অসাবধানতাবশত মেশিনটি তার হাত থেকে পিছলে পড়ে গেলে, ঘূর্ণায়মান ধারালো অংশ তার হাত ও পেটে গুরুতর আঘাত করে।

নিহত ডেভিড ম্রং নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার বিরিশিরি কনিকা গ্রামের মৃত দীলিপ রেমার পুত্র। তিনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৪নং ওয়ার্ডের উত্তর নোয়াদ্দা এলাকায় অবস্থিত নাজিমউদ্দিন ফকির চাঁন উচ্চ বিদ্যালয়ে মালি হিসেবে কর্মরত ছিলেন।

বিদ্যালয়ের কর্মচারী রিপন মিয়া গণমাধ্যমকে জানান, দুর্ঘটনার পরপরই গুরুতর আহত ডেভিড ম্রংকে দ্রুত বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তিনি মারা যান।

বন্দর থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) তরিকুল ইসলাম জানান, যদি কেউ এ বিষয়ে কোনো অভিযোগ দায়ের করে, তবে পুলিশ তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

RSS
Follow by Email