সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
বন্দর

গ্যাস সংকট নিরসনে ডিসি-ইউএনও-তিতাস বরাবর স্মারকলিপি

লাইভ নারায়ণগঞ্জ: বন্দরে গ্যাস সংকট নিরশনের দাবিতে জেলা প্রশাসন, উপজেলা নির্বাহী ও তিতাশের আঞ্চলিক বিপণন বিভাগসহ বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করেছে ভুক্তভোগী এলাকাবাসী। রবিবার (৩ নভেম্বর) সিটি কর্পোরেশনের ১৯ ও ২০ নং ওয়ার্ড এলাকাবাসী বিভিন্ন দপ্তরে এ স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দীর্ঘদিন যাবত ১৯ ও ২০ নং ওয়ার্ড এলাকার সাধারন গ্রাহকগণ গ্যাস না পাওয়ার কারন গ্যাসের মুল লাইনের সরবরাহ চাপ কম থাকা, দীর্ঘদিনের জরাজীর্ণ পাইপলাইন, পাইপ লাইনের লিকেজের কারণে পাইপ লাইনে পানি জমা, ব্যাপক অবৈধ গ্যাস সংযোগ। সমস্যা সমাধানে বন্দর সিএসডি হইতে নাসিক ১৯ নং ওয়ার্ড ও কলাগাছিয়া পর্যন্ত পাইপের লিকেজগুলো মেরামত, পাইপের পানি অপসারণ, এবং মুল লাইনের গ্যাসের চাপ বৃদ্ধির ব্যবস্থা করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, দড়ি সোনাকান্দা বৃহত্তম পঞ্চায়েত কমিটি সভাপতি আলহাজ্ব নূর হোসেন, দড়ি সোনাকান্দা বাইতুল সালাত জামে মসজিদ কমিটির সভাপতি শফিউল্লাহ, দড়ি সোনাকান্দা তিন গম্বুজ জামে মসজিদ কমিটির সাংগঠনিক সম্পাদক মাহাবুব আলম, সমাজ সেবক ও সাংবাদিক সাব্বির আহাম্মেদ সেন্টু, সাংবাদিক বিল্লাল হোসেন, সমাজ সেবক মো. নাজিম উদ্দীন, টুটুল, খোরশেদ আলম, আলমগীর হোসেন, নিপুসহ প্রমুখ

RSS
Follow by Email