বুধবার, জুলাই ১৬, ২০২৫
Led02রাজনীতি

গোপালগঞ্জে হামলার ঘটনায় সাইনবোর্ডে সড়ক অবরোধ

লাইভ নারায়ণগঞ্জ: গোপালগঞ্জে এনসিপির নেতাদের উপর হামলা প্রতিবাদে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৫টা পর্যন্ত মহাসড়কের সাইনবোর্ড মোড়ে অবরোধ করেন এনসিপি ও বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীরা।

এসময় সড়কে বাঁশ, ইট ফেলে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।

এনসিপির কেন্দ্রীয় সদস্য আহমেদুর রহমান তনু গনমাধ্যমে জানান, সাইনবোর্ডে ছাত্র-জনতা জড়ো হতে শুরু করেছে। হামলার জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।

এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন জানান, নারায়ণগঞ্জের ছাত্র-জনতা রাজপথে রয়েছে। আমরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নিয়েছি। বিপ্লবীদের নিরাপত্তার প্রশ্নে কোনো ছাড় দেয়া হবে না।

এবিষয়ে জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, সাইনবোর্ড এলাকায় এনসিপি ও বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীরা জড়ো হয়ে একটি ব্লকেড তৈরি করেছিলো। ঘটনাস্থলে আমরা পুলিশ পাঠিয়েছি। আমরা এনসিপির নেতাদের সাথে কথা বলেছি, তারা সর্বশেষ সাড়ে ৫ টায় ব্লকেড ছেড়ে দেয়। এখন যান চলাচল স্বাভাবিক আছে।

RSS
Follow by Email