গোপন সংবাদে অভিযান, সিদ্ধিরগঞ্জে গাঁজাসহ যুবক ধরা
লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় এক ফ্ল্যাট বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার (২১ এপ্রিল) রাতে সিদ্ধিরগঞ্জের হাজী মো. খলিলুর রহমান ভূঁইয়ার বাড়ির তৃতীয় তলায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় অভিযানে উদ্ধার হয়েছে ১৬ কেজি গাঁজা।
বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) শাহীনুর আলম।
আটককৃত ব্যক্তির নাম রিফাত হোসেন (১৯)। তিনি বরিশাল জেলার কাজীরহাট এলাকার মো. সুমন হোসেনের ছেলে। এ মামলার আরেক আসামি রিফাতের পিতা, মো. সুমন হোসেন (৩৯)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই ফ্ল্যাটে অভিযান চালানো হয়। অভিযানে তিনটি প্যাকেটে মোট ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনার পর পুলিশ বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে।