গোগনগর ইউপি মেম্বার রুবেল র্যাবের হাতে ধরা
লাইভ নারায়ণগঞ্জ: গোগনগর ইউনিয়নের ইউপি সদস্য মো. রুবেল আহম্মেদকে (৩৬) গ্রেফতার করেছে র্যাব-১১। রবিবার (২৯ সেপ্টেম্বর) সদর উপজেলায় গোগনগর ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-১১‘র মিডিয়া অফিসার এএসপি সনদ বড়ুয়া এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়,
বৈষম্যবিরোধী আন্দোলনে মিনারুল ইসলাম নিহতের ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় দায়েরকৃত মামলার ১৫নং আসামি রুবেল আহমেদ। গত ২০ জুলাই এজহারে উল্লেখিত ১৫ নং আসামী মো. রুবেল আহমেদ সহ অন্যান্য আসামীরা অত্যাধুনিক দেশী ও বিদেশী অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ছাত্র জনতার উপর হামলা করে। এতে জনৈক গার্মেন্টস কর্মী মোঃ মিনারুল ইসলাম গুলিবিদ্ধ হয় এবং আরো অনেকেই গুরুতর আহত হয়। পরবর্তীতে ভিকটিম মিনারুল ইসলাম কে নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রচারিত হলে দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। উক্ত বিষয়ে ভিকটিমের ভাই মোঃ নাজমুল বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন । এরই পরিপ্রেক্ষিতে র্যাব-১১ অভিযান চালিয়ে রুবেল আহমেদকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় র্যাব।