মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪
Led05জেলাজুড়েসদর

গোগনগরে অবৈধ বিদ্যুৎ সংযোগের অভিযোগ, দুদকের অভিযান

লাইভ নারায়াণগঞ্জ: গোগনগরে এক রিক্সার গ্যারেজে অবৈধ বিদ্যুৎ সংযোগ রয়েছে এমন অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন(দুদক)। মঙ্গলবার (৫ মার্চ) বেলা ১২ টায় সদর উপজেলার গোগনগরের সুকুমপট্টি এলাকায় আরিফ রিক্সার গ্যারেজে এ অভিযান পরিচালনা করা হয়।

ডিপিডিসি’র সহযোগিতায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের দুই সদস্যের এনফোর্সমেন্ট টিম গ্যারেজে অভিযান পরিচালনা করেন। তারা অভিযোগের সাথে জড়িত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করেন এবং বিভিন্ন রেকর্ডপত্র সংগ্রহপূর্বক পর্যালোচনা করেন। এসময় অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। অভিযান প্রসঙ্গে পরবর্তীতে কমিশনে বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে বলে জানায় এনফোর্সমেন্ট টিম।

RSS
Follow by Email