রবিবার, জানুয়ারি ৫, ২০২৫
Led03আদালতজেলাজুড়েরূপগঞ্জ

গোপন ভিডিও ধারণে যুবকের ৫ বছরের কারাদন্ড

লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জে পর্ণগ্রাফী আইনে এক যুবকের ৫ বছরের কারাদন্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার (২৮ মার্চ) অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শাম্মী আখতার এ রায় ঘোষণা করেন।

দন্ডপ্রাপ্ত আসামি হলেন সজিব মিয়া (২৪)। তিনি রূপগঞ্জের চারিতালুক গ্রামের ইমরান হোসেনের ছেলে। রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন। মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের ফেব্রুয়ারিতে ভিকটিমের বাড়ির বাথরুমে ডিভাইস লাগিয়ে গোপন ভিডিও ধারণ করা হয়। এ ঘটনায় সজিবকে অভিযুক্ত করা হয়।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক আসাদুজ্জামান জানান, সাক্ষ্য গ্রহণের পর এ মামলার রায় ঘোষণা করা হয়েছে। রায় ঘোষণার সময় আসামি সজিব পলাতক ছিলেন।

RSS
Follow by Email