গৃহবধূ লামিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লা দেওভোগ এলাকার গৃহবধূ লামিয়া আক্তার ফিজা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। মলঙ্গবার (১৮ মার্চ) সকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ভবনের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় মানববন্ধনে নিহত গৃহবধূর বাবা মীর মোহাম্মাদ আলী বলেন, আমার মেয়ে লামিয়া আক্তার ফিজাকে হত্যার পর লাশ জানালার গ্রিলের সঙ্গে ঝুলিয়ে রাখে স্বামী ও শ্বশুরবাড়ীর লোকজন। ২ মাস ১৭ দিন অতিবাহিত হওয়ার পরও প্রধান আসামি আসাদুজ্জামান মুন্না, পিতা মনির হোসেন, আকলিমা বেগম, মনির হোসেন মনু মিয়া, চুন্নু,, পুইক্কা, মুন্নি, রানাসহ যেসকল আসামীদের গ্রেফতার করা হয়নি। আবিলম্বে আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ বিচারের দাবি জানাচ্ছি।
মানববন্ধনে লামিয়া পরিবারের বাবা,মীর মোহাম্মদ আলী, মা ফাহিমা বেগম,বোন মনুতাহার, ভাই আরাফাত, খালা মুন্নী, মামা জাহাঙ্গীর আলম ও এলাকাবাসী আলালা মাদবর সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এর আগে মামলা সূত্রে জানা যায়, ঘটনার ৫ দিন পর ময়নাতদন্ত রিপোর্ট পেয়ে পুলিশ নিহতের বাবার দেওয়া অভিযোগের ভিত্তিতে জামাই শ্বশুরসহ ১২ জনের বিরুদ্ধে ৬ জানুয়ারি মঙ্গলবার দুপুরে মামলা গ্রহণ করেছে। ফতুল্লা মডেল থানার ওসি শরীফুল ইসলাম জানান, ২ জানুয়ারি রাতে ফতুল্লার লামাপাড়া নয়ামাটি এলাকায় শ্বশুরবাড়ীর জানালার গ্রিল থেকে ঝুলন্ত অবস্থায় লামিয়া আক্তার ফিজার (২১) লাশ উদ্ধার করা হয়।