সোমবার, আগস্ট ১৮, ২০২৫
Led05আদালত

গৃহবধূ লাকী হত্যা: স্বামী কসাই শিপন ৩ দিনের রিমান্ডে

লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লায় গৃহবধূ লাকী আক্তার (২৫) হত্যার ঘটনায় জড়িত ও পলাতক স্বামী মো. শহীদুল ইসলাম ওরফে কসাই শিপন (৪০) কে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার (২৫ মে) মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে, বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হায়দার আলী এই আদেশ দেন।

এর আগে শনিবার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কোতোয়ালী থানাধীন সদরঘাট এলাকা থেকে কসাই শিপনকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), নারায়ণগঞ্জ।

পিবিআই’র দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৯ মে বিকাল আনুমানিক ৫টা থেকে রাত ৮টার মধ্যে ফতুল্লা থানাধীন দাপা ইদ্রাকপুরের ফজলু মিয়ার বাড়িতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এজাহারের সংক্ষিপ্ত বিবরণ অনুযায়ী, পারিবারিক কলহের জেরে স্বামী মো. শহীদুল ইসলাম ওরফে শিপন তার স্ত্রী লাকী আক্তারকে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে এবং শ্বাসরোধ করে পরিকল্পিতভাবে হত্যা করে। হত্যার পর লাশ ঘরের ভেতর রেখে তালা দিয়ে অজ্ঞাত স্থানে পালিয়ে যায়। এই ঘটনায় নিহত লাকী আক্তারের বোন সানিয়া আক্তার বাদী হয়ে ফতুল্লা থানায় একটি হত্যা মামলা (ফতুল্লা থানার মামলা নং-৫১, তারিখ- ২৪ মে ২০২৫ খ্রিঃ, ধারা- ৩০২ পেনাল কোড) দায়ের করেন।

ঘটনার গুরুত্ব বিবেচনা করে পিবিআই নারায়ণগঞ্জ জেলা গত ২৪ মে মামলাটি অধিগ্রহণের জন্য আবেদন করে। এরপর তথ্য প্রযুক্তির বিশ্লেষণ এবং বিশ্বস্ত সোর্স নিয়োগ করে হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত মো. শহীদুল ইসলাম ওরফে কসাই শিপনকে শনাক্ত করা হয়। শনিবার রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটে ঢাকা মহানগর পুলিশের কোতোয়ালী থানাধীন সদরঘাট এলাকা থেকে তাকে পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করলে সে ভিকটিম লাকী আক্তারকে হত্যার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে। প্রাথমিক তদন্তে এবং আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, পারিবারিক কলহের জেরেই মো. শহীদুল ইসলাম ওরফে কসাই শিপন পরিকল্পিতভাবে তার স্ত্রী লাকী আক্তারকে হত্যা করেছে।

রোববার (২৫ মে) আসামিকে নারায়ণগঞ্জ বিজ্ঞ আদালতে হাজির করে পাঁচ দিনের পুলিশ রিমান্ডের আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

RSS
Follow by Email