বৃহস্পতিবার, মে ৮, ২০২৫
Led03রূপগঞ্জ

গুড়িয়ে দেওয়া হলো রূপগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের ২০ ঘর, থানায় মামলা

লাইভ নারায়ণগঞ্জ রূপগঞ্জের সরকারি আশ্রয়ণ প্রকল্পের ২০টি ঘর ভেকু দিয়ে গুড়িয়ে দেওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার (৫ মে) রাতে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দি এলাকায় এ ঘটনাটি ঘটে। পরবর্তিতে মঙ্গলবার (৬ মে) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম ও রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তারা থানায় একটি মামলা দায়ের করেন।

জানা যায়, গত ১৩ ফেব্রুয়ারি গভীর রাতে একদল দুর্বৃত্ত আশ্রয়ণ প্রকল্পে অতর্কিত হামলা চালিয়ে সেখানের বাসিন্দাদের ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়। এরপর তারা ২০টি ঘর ভাঙচুর করে দরজা-জানালাসহ ভেতরে থাকা বিভিন্ন সামগ্রী লুট করে।

উপজেলা সহকারী কমিশনার তরিকুল ইসলাম জানান, এ ঘটনায় মুড়াপাড়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলাটি তদন্তাধীন রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী বলেন, ‘ভূমি অফিসের কর্মকর্তারা মামলা করেছে। সেটির তদন্ত চলছে। কে বা কারা করেছে সেটি খতিয়ে দেখছি। এই মামলায় এ পর্যন্ত (৭ মে, দুপুর) কেউকে আটক করা হয়নি, আমরা দুর্বৃত্তদের আটকের চেষ্টা চালাচ্ছি।’

RSS
Follow by Email