মঙ্গলবার, অক্টোবর ২৮, ২০২৫
সিদ্ধিরগঞ্জ

গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা সালাউদ্দিন ১৫ মাস পর মারা গেলেন

লাইভ নারায়ণগঞ্জ: বিগত বছরের জুলাই মাসের বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের ছররা গুলিতে আহত গাজী সালাউদ্দিন (৬৫) ১৫ মাস পর মারা গেলেন। এক চোখের দৃষ্টিশক্তি হারানো নারায়ণগঞ্জের গোদনাইলের এই বাসিন্দা গলায় গুলির স্প্রিন্টার নিয়েই জীবনধারণ করছিলেন।

রবিবার সন্ধ্যায় শ্বাসকষ্ট শুরু হলে তাকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই রাত ৯টার দিকে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেন ছেলে আমির ফয়সাল রাতুল।

পরিবারের সদস্যরা জানান, জুলাই আন্দোলনের সময় গুলিবিদ্ধ হওয়ার পর সালাউদ্দিনের এক চোখের দৃষ্টি ফেরেনি। গলায় লেগে থাকা স্প্রিন্টার বের করা সম্ভব হয়নি, যা তাকে দীর্ঘদিন ধরে ভোগাচ্ছিল। ছেলে রাতুল জানান, “গত কয়েকদিন খুব কাশতেন এবং কাশির সাথে রক্তও পড়তো।”

অন্তর্বর্তী সরকারের গেজেটভুক্ত অতি গুরুতর আহতের তালিকায় সালাউদ্দিনের নাম ছিল এবং সরকারিভাবে আর্থিক সহায়তাও পেয়েছিলেন। তার স্ত্রী রানী বেগম উন্নত চিকিৎসার অভাবে স্বামীকে হারানোর আক্ষেপ করে বলেন, এখন দুই সন্তানকে নিয়ে তাদের ভবিষ্যৎ অনিশ্চিত।

সোমবার (২৭ অক্টোবর) সকালে গোদনাইল বাজারে জানাজার পর স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

RSS
Follow by Email