রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
Led03আদালতজেলাজুড়ে

গুলিতে ১৬ জন নিহত শিশুর পরিবারকে ১ কোটি টাকা দিতে হবে: তৈমুর

লাইভ নারায়ণগঞ্জ: সারাদেশে আন্দোলনের সময় ঘড়ের ভিতরে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু ঘটনায় তদন্তের আবেদন জানিয়ে রিট দাখিল করেছে হাইকোর্টের সিনিয়র আইনজীবি এড. তৈমুর আলম খন্দকার। এছাড়া ও প্রত্যক নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরন দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি।

বুধবার (৩১ জুলাই) গণমাধ্যমকে দেওয়া এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তৈমুর। ব্রিফিংয়ে তিনি বলেন বলেন, ‘সম্প্রতি আন্দোলনে ২ শতাধিক নিহত হয়েছে। এখানে আমার প্রশ্ন, আন্দোলন হলো রাজপথে কিন্তু ৪ তলা, ৮ তলা ও ছাদে বিল্ডিংয়ের ভিতরে শিশুদের গায় গুলি লাগলো কিভাবে? আমি সেই প্রশ্ন নিয়েই আদালতে একটি পিটিশন দাখিল করেছি। এই বিষয়ে ৩ সদস্য বিশিষ্ট একটি জুডিসিয়াল ইনকোয়ারী কমিশন গঠন করা হোক। দেশের প্রধান বিচারপতি বলেছিলেন, সকর হত্যার বিচার জুডিসিয়াল ইনকোয়ারীতে হবে। কিন্তু জুডিসিয়াল ইনকোয়ারী কমিশনের দায়িত্বপ্রাপ্ত বিচারক খন্দকার দেলোয়ারুজ্জামান এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, তার উপর নাকি শুধু ১৬ তারিখের ৬জন হত্যার তদন্তের দায়িত্ব এসেছে। আমার বক্তব্য হলো এখানে তো ৬ জনের বাহিরেও যারা ঘড়ে বসে শিশু হত্যা হলো। ঘটনার বিভিন্ন পত্রপত্রিকার পেপার কাটিং আমি দাখিল করেছি। বাংলাদেশের সংবিধান ও জাতিসংঘের কনভেন্স রাইটস ফর দ্য চাইল্ড ৬ নং আর্টিকেলে বলা হয়েছে, ‘রাষ্ট প্রতিটি শিশুর নিরাপত্তা বিধান করে’। যে সহিংশতা হলো সেটার আমি তদন্ত চাই। যারা গুলিতে মৃত্যুবরণ করেছে তাদের প্রত্যকের পিতা-মাতাকে এক কোটি টাকা ক্ষতি পূরন দিতে আমি সরকারের কাছে আবেদন করে রিট করেছি। এখন পর্যন্ত ১৬ জন শিশু খবর পেয়েছি। আমি চাই, একজন স্বাধীন দেশের নাগরিক হিসেবে ঘড়ে বসে থাকার পরও কেন তারা হত্যা হলো। তাদের তো কোন দাবি ছিলো না।’

RSS
Follow by Email