মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫
Led02রাজনীতি

গুলিতে আহত শফিকুল, মামলায় শামীম ওসমানসহ আসামী ৯৮

লাইভ নারায়ণগঞ্জ: বৈষম্যবিরোধী আন্দোলনে সিদ্ধিরগঞ্জে মো. শফিকুল ইসলাম ভূঁইয়া (২৪) নামে এক যুবক গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ৯৮জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন। এর আগে রবিবার রাতে গুরিবিদ্ধ যুবক বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা আরও বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে।

পুলিশ জানায়, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ২১ জুলাই সন্ধ্যা সাড়ে ৭ টায় সিদ্ধিরগঞ্জের মৌচাক সড়কের উপর আসামীরা আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি বর্ষণ করে। দৌড়ে পালিয়ে যাওয়ার সময় একটি গুলি বাদীর বুকের ডান পাশে লাগে। এ সময় রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা বাদীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

RSS
Follow by Email