মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫
Led04জেলাজুড়েরাজনীতি

গুমের শিকার হয়েছিলাম, শেখ হাসিন ও শামীম ওসমানের বিরুদ্ধে লড়াই করেছি: মশিউর রনি

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি বলেন, শুধু ছাত্রদের একার পক্ষে এ আন্দোলন সফল হয়নি এর পেছনে ছাত্রদল যুবদল এবং বিএনপির অনেক ভূমিকা রয়েছে। তারেক রহমানের নেতৃত্ব আমরা বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি পালন করেছি, কিন্তু একটি পক্ষ তারা বুঝাতে চায় তারা ব্যতীত আর কেউ এ দেশকে স্বাধীন করেনি। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই শুধু মাত্র তারেক রহমান যদি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থন না করতেন তাহলে এ দেশ স্বাধীন হতো না। শেখ হাসিনা দেশকে এমন এক জায়গায় নিয়ে গিয়েছিলো, যেখান থেকে কোনদিনও ফিরে আনা সম্ভব হতো না। তারেক রহমানের পরিশ্রম ও যুবদলের পরিশ্রমের কারণেই এই আন্দোলন সফল হয়েছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলে বৈষম্যহীন, নিরাপদ, মানবিক বাংলাদেশ গড়ায় যুবদলের ভূমিকা শীর্ষক ঢাকা বিভাগীয় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় সভায় এ কথা বলেন মশিউর রহমান রনি।

এসময় রনি আরও বলেন, আমাদের দেশ নায়ক তারেক রহমান বিগত সময় যে মেসেজগুলো দিয়েছেন, সেই নির্দেশনা অনুযায়ী কিন্তু ১৭ বছর ধরে আমরা কর্মসূচি পালন করে আসছি। আন্দোলন করায় আমরা অনেকেই গুম, নির্যাতনের শিকার হয়েছি। অনেকের নিজের মা-বাবাকে হারিয়েছেন বা পঙ্গুত্ব বরণ করেছিন। কেউ কেউ আবার ভিটেমাটি ছাড়া অন্যত্র বাস করতে হয়েছে। আওয়ামী লীগ বলে গিয়েছিল- কোটি কোটি নেতাকর্মীদের হত্যা ও গুম করা হবে। কিন্তু বাংলাদেশের এখন পর্যন্ত কোথাও কোন আওয়ামী লীগের নেতাকর্মী, আমাদের দলীয় কর্মীদের কাছে নির্যাতিত হয়নি। ৫ তারিখের পর আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, ডিসি অফিস, এসপি অফিস, পুলিশ লাইন ও ডিসির বাংলো পাহারা দেওয়ার জন্য। আমরা কিন্তু সেই পাহারা দেওয়ার কাজ করেছি। আমি যে কাজটি করেছি, সারা বাংলাদেশের নেতাকর্মীরা একই কাজ করেছে।

যুবদলের এই নেতা বলেন, সরকার পতনের পর আমাদের কাজ ছিল মানুষ কিভাবে শান্তিতে থাকতে পারে সেটার লক্ষ্যে কাজ করা। সরকার পতনের জন্য আমরা বৈষম্য বিরোধী ছাত্র ভাইদের সাথে কাজ করেছি। শুধু ছাত্রদের একার পক্ষে এ আন্দোলন সফল হয়নি এর পেছনে ছাত্রদল যুবদল এবং বিএনপির অনেক ভূমিকা রয়েছে। তারেক রহমানের নেতৃত্ব আমরা বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি পালন করেছি কিন্তু একটি পক্ষ তারা বুঝাতে চায় তারা ব্যতীত আর কেউ এ দেশকে স্বাধীন করেনি।

যুবদলের এই নেতা আরও বলেন, আমরা এক তারেক রহমান ছাড়া আর কাউকে বিশ্বাস করতে চাই না। সুন্দর বাংলাদেশ গঠন করতে হলে, দেশনায়ক তারেক রহমান ছাড়া আর কেউ সুন্দর ভাবে গঠন করতে পারবে না। তবে আমাদের বিরুদ্ধে কোন অভিযোগ আসলে সেটা সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। কারণ আমরাভূমিদস্যুতার বিরুদ্ধে অবস্থান করছি। জায়গা উদ্ধার করে ফিরিয়ে দেওয়ার কাজ করছি। কিন্তু একটি পক্ষ এসে আবার আমাদের বিরুদ্ধে অভিযোগ করছে। ১৭ বছর ধরে এই নির্যাতন সহ্য করেছি। আমি গুমের শিকার হয়েছিলাম কিন্তু দমে যাইনি। শেখ হাসিন ও শামীম ওসমানের বিরুদ্ধে আমরা লড়াই করেছি।

RSS
Follow by Email