শুক্রবার, ফেব্রুয়ারি ৭, ২০২৫
Led01রাজনীতি

গুঁড়িয়ে দেয়া হলো শামীম ওসমানের দাদার বাড়ি ‘বায়তুল আমান ভবন’

লাইভ নারায়ণগঞ্জ: আওয়ামী লীগের জন্মের অন্যতম স্মৃতিময় স্থান ও সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের দাদার বাড়ি ‘বায়তুল আমান ভবন’ গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বুলডোজার দিয়ে আমান ভবন ভেঙে ফেলা হয়।

এর আগে দুপুরে ভবনটি ভেঙ্গে ফেলার বিষয়ে জানান দিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সাচিব এড. আবু আল ইউসুফ খান টিপু। সরেজমিন দেখা যায়,সন্ধ্যায় হাজারো মানুষ জড়ো হতে থাকে চাষাঢ়ায়। প্রথমে নিচের অংশ থেকে ভাঙ্গা শুরু করলেও পরে বুলডোজার দিয়ে আমান ভবন ভেঙে ফেলা হয়। এ সময় বাড়ির ভেতরের অংশে অগ্নিসংযোগ করা হয়।

এ সময় মহানগর বিএনপির সদস্য সাচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয় শহরে। তিনি বলেন, শেখ মুজিবের ৩২ নম্বরের বাড়ি ভেঙেছে জনগণ। আমরা তারই ধারাবাহিকতায় শেখ মুজিবের ম্যুরাল বা ছবি ভেঙে দিচ্ছি। এটি নারায়ণগঞ্জবাসীর দীর্ঘ দিনের দাবি। যেখানে যেখানে আওয়ামী লীগ ও শেখ মুজিবের কোনো ছবি বা স্মৃতিচিহ্ন আছে সবগুলো ভেঙে ফেলা হবে।

RSS
Follow by Email