সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
Led04জেলাজুড়েরাজনীতি

গিয়াস উদ্দিনসহ ৪৫০ নেতাকর্মীর আগাম জামিন

লাইভ নারায়ণগঞ্জ: সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিনসহ ৪৫০ নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

রবিবার (৩১ মার্চ) পৃথক কয়েকটি আবেদনের শুনানি করে বিচারপতি ইকবাল কবিবের নেতৃত্বাধীন হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সহ সম্পাদক মাহবুবুর রহমান।

তিনি গণমাধ্যমকে বলেন, আজ আদালতে আসামিরা আত্মসমর্পণ করে আগাম জামিন নিয়েছেন। তাদের বিরুদ্ধে গত বছরের ২৮ অক্টোবরের ঘটনায় গাড়ি পোড়ানোর মামলা করা হয়।

RSS
Follow by Email