রবিবার, নভেম্বর ২৪, ২০২৪
Led05জেলাজুড়েশিক্ষাসিদ্ধিরগঞ্জ

গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজে ৩য় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজে ৩য় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ মে) সকালে টিচার্স স্টুডেন্ট কনভেনশন হলে গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের বিজ্ঞান ক্লাবের আয়োজনে এ বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়।

গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের উপাধ্যক্ষ মীর মোহাম্মদ মোসাদ্দেক হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. সামসুজ্জোহা বায়েজীদ।

এতে উদ্ধোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয়ের আইআইসিটি বিভাগের অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক রিজওয়ানা রিয়াজ।

আরোও উপস্থিত ছিলেন গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ মিজানুর রহমান, আলী আকবর খাঁন, বিজ্ঞান ও প্রযুক্তি মেলার আহ্বায়ক মোহাম্মদ মনিরুল ইসলাম, উমর ফারুক, আবু তালেব, আবু তাহের, আরিফুর রহমান ও আবু সুফিয়ান শুভ প্রমূখ।

এ বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজসহ নারায়ণগঞ্জ জেলার ১০টি স্কুল এন্ড কলেজ অংশগ্রহণ করেন। এতে ১৮টি প্রজেক্ট প্রদর্শনী হয়। মেলায় অংশগ্রহণকারী স্কুল ও কলেজের বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।

RSS
Follow by Email