শুক্রবার, অক্টোবর ১০, ২০২৫
শিক্ষাসিদ্ধিরগঞ্জ

গিয়াসউদ্দিন মডেল স্কুলে শিশুদের নবীন বরণ ও দোয়া অনুষ্ঠিত

লাইভ নারায়ণগঞ্জ: দেলপাড়া বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলে প্রথমবারের মতো শিশু ছাত্র-ছাত্রীদের নবীন বরণ ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শিশুদের জন্য আয়োজিত এই ব্যতিক্রমী অনুষ্ঠানটি এলাকায় বেশ সাড়া ফেলেছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে স্কুল প্রাঙ্গণে এই নবীন বরণ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

হাজী বিল্লাল হোসেনের সভাপতিত্বে এবং স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ মনিরুজ্জামান মুকুলের পরিচালনায় অনুষ্ঠিত এই আয়োজনে অতিথিরা নবীন শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানান।

এসময় অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শিশুদের শুধু ইহকালের উন্নতির জন্য নয়, বরং পরকালের কল্যাণের জন্যেও শিক্ষা গ্রহণ করতে হবে। তারা শিক্ষার্থীদের সুশিক্ষা গ্রহণে মনোযোগী হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেলপাড়া বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের অর্গানাইজিং কমিটির সদস্য নাসির প্রধান, মোহাম্মদ রনি, মোহাম্মদ স্যার, এবং দেলপাড়া এলাকার কবরস্থান জামে মসজিদের খতিব ও দেলপাড়া খোদায় বাড়ি ডিগ্রি মাদ্রাসা মসজিদের ইমামগণ।

RSS
Follow by Email