মঙ্গলবার, সেপ্টেম্বর ১৬, ২০২৫
Led02শিক্ষা

গিয়াসউদ্দিন কলেজে নবীনবরণ, নতুন ভবন পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। এর মধ্য দিয়ে কলেজটির শিক্ষা কার্যক্রমে এক নতুন দিগন্তের উন্মোচন হলো বলে জানিয়েছেন কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন। সোমবার (১৫ সেপ্টেম্বর, ২০২৫) সকালে হিরাঝিলস্থ কলেজ ক্যাম্পাসে ভবনটির উদ্বোধন করা হয়।

ভবন উদ্বোধন শেষে কলেজের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ ও ব্যবসা শিক্ষা অনুষদের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ মাকসুদুর রহমান সরকার।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “তোমরা যারা নতুন শুরু করেছ, তোমরাই কিন্তু ভবিষ্যতে একেকজন সাদা মনের রাজনীতিবিদ, উদ্যোক্তা, শিক্ষাবিদ, ডাক্তার, ইঞ্জিনিয়ার বা ব্যবসায়ী হবে। এই স্বপ্ন পূরণের জন্য তোমাদেরকে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। একটি উদ্দেশ্য, একটি লক্ষ্য এবং প্রচুর পরিশ্রম থাকতে হবে।”

প্রফেসর মাকসুদুর রহমান বলেন, “আমাদের সামনে যে তরুণ প্রজন্ম আজ বসে আছে, তাদের সম্পর্কে সমাজে অনেক মন্তব্য থাকলেও আমি বলব, নতুন বাংলাদেশ নয়, নতুন পৃথিবী বিনির্মাণে এ প্রজন্মকেই সামনে এগিয়ে আসতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন। উপাধ্যক্ষ মীর মোসাদ্দেক হোসেনের পরিচালনায় এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ ও ব্যবসা শিক্ষা অনুষদের সহযোগী অধ্যাপক আল-আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ আদর্শ স্কুলের প্রধান শিক্ষক আজিজুর রহমান।

অধ্যক্ষ মুহাম্মদ গিয়াসউদ্দিন সবার কাছে দোয়া চেয়ে বলেন, “আমরা যেন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ইহকালীন এবং পরকালীন কল্যাণের শিক্ষায় পরিচালিত করতে পারি এবং ভালো মানুষ তৈরি করে দেশের কল্যাণে উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলতে পারি।”

RSS
Follow by Email