বুধবার, সেপ্টেম্বর ১০, ২০২৫
রাজনীতিসিদ্ধিরগঞ্জ

গিয়াসউদ্দিনের নেতৃত্বে সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত এলাকা গড়ার ঘোষণা

লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে এলাকায় কোনো ধরনের চাঁদাবাজি, সন্ত্রাস বা জুলুম চলবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম.এ. হালিম জুয়েল। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে মিজমিজি-কদমতলী পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। তিনি পঞ্চায়েত কমিটির প্রতি আহ্বান জানান, তারা যেন এসব অপকর্মের বিরুদ্ধে রুখে দাঁড়ান।

হালিম জুয়েল বলেন, “এলাকায় কোনো চাঁদাবাজি চলবে না। যদি কেউ চাঁদাবাজি করে, পঞ্চায়েত কমিটির মাধ্যমে তাদের প্রতিহত করবেন। আর যদি আপনারা না পারেন, তাহলে আমাদের জানাবেন। আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। যদি আমরাও না পারি, তাহলে থানা পুলিশ ব্যবস্থা নেবে।”

তিনি আরও বলেন, “জোর, জুলুম, চাঁদাবাজি, সন্ত্রাসী—এখন আর এসব চলবে না। অতীতে যা হয়েছে, এখন আর তা হবে না। সন্ত্রাসী ও চাঁদাবাজির বিরুদ্ধে আপনাদের সহযোগিতা চাই, আমরা আপনাদের পাশে আছি।”

এই এলাকায় নতুন নতুন বাড়িঘর ও রাস্তা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “এখানে যদি কোনো মাদক ব্যবসায়ী বা কিশোর গ্যাংয়ের সদস্যরা কোনো রকম অপকর্ম করার চেষ্টা করে, এদেরকে চিহ্নিত করে রাখবেন এবং আমাদের জানাবেন। আমরা তাদের থানা পুলিশের হাতে তুলে দেব। আমরা এলাকায় শান্তি চাই এবং এলাকার উন্নয়নে সবাই একসাথে কাজ করব, ইনশাআল্লাহ।”

হালিম জুয়েল আরও বলেন, “আমাদের নেতা নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মুহাম্মদ গিয়াসউদ্দিনের নেতৃত্বে সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত একটি সুন্দর এলাকা গড়ব, ইনশাআল্লাহ।” তিনি পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দকে এলাকার উন্নয়নে কাজ করার আহ্বান জানান এবং তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

মতবিনিময় সভা শেষে এম.এ. হালিম জুয়েল দোয়া ও মিলাদের মাধ্যমে ‘মেসার্স রুবেল বোরিং স্টোর’-এর উদ্বোধন করেন। দোয়া পরিচালনা করেন মুফতি নাজিম উদ্দিন।

এসময় আরও উপস্থিত ছিলেন মিজমিজি-কদমতলী পঞ্চায়েত কমিটির সহ-সভাপতি শফিউল্লাহ মেম্বার, গোলাম রব্বানী খাঁন, সাধারণ সম্পাদক এনায়েতুল্লাহ মাস্টার, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শহীদুল্লাহ, সদস্য মোহাম্মদ বোরহান, ১নং ওয়ার্ড বিএনপির স্বাস্থ্য-বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক জাকির হোসেন, রুবেল আহমেদ, বাবুল হোসেন, জামাল উদ্দিন ও মাসুদ বাঙালী প্রমুখ।

RSS
Follow by Email