গিয়াসউদ্দিনের নেতৃত্বে ৫ আগস্টের বর্ষপূর্তি বিজয় র্যালির আয়োজন
লাইভ নারায়ণগঞ্জ: ঐতিহাসিক ৫ আগস্টের বর্ষপূর্তি উপলক্ষে ফতুল্লায় বিজয় র্যালি করেছে বিএনপি। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিনের নেতৃত্বে এই র্যালি অনুষ্ঠিত হয়। এতে ফতুল্লা থানা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
ফতুল্লার নতুন কোর্ট এলাকা থেকে র্যালিটি ঢাকা-নারায়ণগঞ্জ লিংক সড়ক ধরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে নেতাকর্মীরা ‘শেখ হাসিনা পালাইছে’, ‘গণতন্ত্র মুক্তি পাক’ ইত্যাদি স্লোগান দেন।
এ সময় দলটির সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, গত বছর এই দিনে স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছিল। এই বিজয় সারা দেশের ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের ফসল।
ফতুল্লা থানা বিএনপির নেতাকর্মী ও স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে এই র্যালিতে অংশ নেয়। র্যালি শেষে মুহাম্মদ গিয়াসউদ্দিন জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি সবাইকে ঐক্যবদ্ধ থেকে দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় কাজ করার আহ্বান জানান।